For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে হ্যাটট্রিক করা ফাস্ট বোলারদের তালিকায় রয়েছেন তিন ভারতীয়

আইপিএলে হ্যাটট্রিক করা ফাস্ট বোলারদের তালিকায় রয়েছেন তিন ভারতীয়

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টুর্নামেন্ট ফের কবে শুরু হবে, তা হলফ করে বলে দিতে পারছে না। তাই বাড়ি বসে দেখে নেওয়া যাক, আইপিএলে হ্যাটট্রিক করা ফাস্ট বোলারদের তালিকায় রয়েছেন কারা।

লক্ষ্মীপতি বালাজি

লক্ষ্মীপতি বালাজি

২০০৮ আইপিএলের ৩১ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে ১৮২ রান তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক নিয়ে সিএসকে-র জয় নিশ্চিত করেছিলেন ফাস্ট বোলার লক্ষ্মীপতি বালাজি। ইরফান পাঠান, পীয়ূষ চাওলা ও ভিআরভি সিং-র উইকেট নিয়েছিলেন তিনি।

মাখায়া এনতিনি

মাখায়া এনতিনি

২০০৮ আইপিএলে ইডেন গার্ডেন্সে হওয়া কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকা তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ফাস্ট বোলার মাখায়া এনতিনি। পরপর তিন বলে লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস ও ডেভিড হাসিকে বোল্ড করেছিলেন এনতিনি।

প্রবীণ কুমার

প্রবীণ কুমার

২০১০ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার প্রবীণ কুমার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে পরপর ড্যামিয়েন মার্টিন, সুমিত নারওয়াল ও পরস ডোগরার উইকেট নিয়েছিলেন প্রবীণ।

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

২০১৪-র আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন শেন ওয়াটসন। পরপর তিন বলে শিখর ধাওয়ান, মোইসেস হেনরিকস এবং করণ শর্মার উইকেট নিয়েছিলেন অজি অল রাউন্ডার।

অ্যান্ড্রু টাই

অ্যান্ড্রু টাই

২০১৭ সালে গুজরাত লায়নসের জার্সিতে রাইজিং পুনে সুপারজায়েন্টেসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার অ্যান্ড্র টাই।

জয়দেব উনাদকাট

২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়েন্টেসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ভারতীয় ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। বিপুল শর্মা, রশিদ খান ও ভূবনেশ্বর কুমারের উইকেট নিয়েছিলেন জয়দেব।

সাম কুরান

ইংল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার সাম কুরান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০১৯ সালে হ্যাটট্রিক করেছিলেন।

করোনা যুদ্ধে পাশে আছি! সংকটের দিনে ময়দানের মালিদের হাতে খাবার পৌঁছে দিয়ে বার্তা দিল ক্লাবকরোনা যুদ্ধে পাশে আছি! সংকটের দিনে ময়দানের মালিদের হাতে খাবার পৌঁছে দিয়ে বার্তা দিল ক্লাব

English summary
Fast bowlers who have taken hat-trick in Indian Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X