For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ মাস বাইরে থেকে আইপিএলে ফিরছেন ধোনি, তার আগে আইপিএলের প্রাক্তন বসের ভবিষ্যদ্বাণী কী

৭ মাস বাইরে থেকে আইপিএলে ফিরছেন ধোনি, তার আগে আইপিএলের প্রাক্তন বসের ভবিষ্যদ্বাণী কী

  • |
Google Oneindia Bengali News

ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। মাহিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে যখন অবসর জল্পনা চলছে তখন দেশের প্রাক্তন অধিনায়কের প্রসঙ্গে এমনটাই মনে করছেন আইপিএলের প্রাক্তন বস রাজীব শুক্লা।

৭ মাসেরও বেশি সময় দেশের জার্সিতে নেই ধোনি

৭ মাসেরও বেশি সময় দেশের জার্সিতে নেই ধোনি

শেষবার ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। পঞ্চাশ রান করে গাপ্টিলের বলে রান আউট হন। ধোনির রান আউটের পরই ম্যাচ থেকে ভারত হারিয়ে যায়। যারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ১৮ রানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আইপিএলের দিকে সবার চোখ

আইপিএলের দিকে সবার চোখ

ধোনি কি দেশের জার্সিতে আর ক্রিকেটে ফিরবেন?ভারতীয় ক্রিকেটে টি-২০ বিশ্বকাপের আগে এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কিন্তু ধোনি নিজেকে গুটিয়ে রেখে এই প্রশ্নের কোনও উত্তর দেননি। তবে ধোনিকে নিয়ে চূড়ান্ত সবকিছুই আইপিএলের ম্যাচের উপর নির্ভর করছে। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, 'আইপিএলে ধোনি কেমন পারফর্ম্যান্স করে, তার উপরই ওর ক্রিকেটে ফেরা অনেকাংশে নির্ভর করছে।ধোনি কতটা ফিট,সেটাও জানা যাবে।'

শুক্লা যা বললেন

শুক্লা যা বললেন

প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, 'ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট রয়েছে। কিন্তু ধোনি কখন অবসর নিতে চায়, সেটা ওকে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড পুরোটাই ধোনির উপর ছেড়ে দিয়েছে। বোর্ডের পলিশি অনুযায়ী অবসরের সিদ্ধান্তটা ক্রিকেটারদের নিজেদেরই নিতে হবে।'

বছর শুরুতে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি

বছর শুরুতে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি

বছর শুরুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে ধোনিকে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে ক্রিকেট না খেলার কারণে তাঁকে চুক্তি থেকে বাদ দেওয়ার পর ভারতীয় ক্রিকেটে ধোনিকে নিয়ে জল্পনা আরও বেড়েছে।

English summary
Former IPL chairman Rajiv Shukla says MS Dhoni has a lot more cricket left in him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X