For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাকে কেকেআর-র অধিনায়ক পদে দেখতে চান, জানালেন গৌতম গম্ভীর

পাঁচ বছরের ট্রফি খরা দূর করতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদে পরিবর্তন চান দলের দুই বারের আইপিএল খেতাব জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআর-এ দীনেশ কার্তিক যুগের অবসান চান গাউতি।

  • |
Google Oneindia Bengali News

পাঁচ বছরের ট্রফি খরা দূর করতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদে পরিবর্তন চান দলের দুই বারের আইপিএল খেতাব জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআর-এ দীনেশ কার্তিক যুগের অবসান চান গাউতি। পরিবর্তে তরুণ শুভমান গিলকে শাহরুখ খানের দলের অধিনায়ক পদে দেখতে চান ভারতের প্রাক্তন বাঁ-হাতি ওপেনার।

গম্ভীরের অধিনায়কত্ব

গম্ভীরের অধিনায়কত্ব

গৌতম গম্ভীরের অধিনায়কত্বে আইপিএলে দুর্দান্ত ফল করে কলকাতা নাইট রাইডার্স। তাঁর নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতে শাহরুখ খানের দল।

দীনেশ কার্তিকের অন্তভূক্তি

দীনেশ কার্তিকের অন্তভূক্তি

২০১৮ সালে কেকেআর-র অধিনায়ক নির্বাচিত হন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। কিন্তু গত দুই বছরে আইপিএলে সেভাবে সাড়া জাগাতে ব্যর্থ হয় কলকাতা নাইট রার্ইডার্স।

কার্তিকের পরিসংখ্যান

কার্তিকের পরিসংখ্যান

তিরশটি আইপিএল ম্যাচে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। ১৫টি ম্যাচ জিতেছেন তিনি। ১৫টি ম্যাচে তাঁকে হার হজম করতে হয়েছে। চলতি মরশুমে অধিনায়ক হিসেবে তামিলনাড়ুকে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে তুলেছেন ডিকে। অনেকের মতে কেকেআর-র অধিনায়ক পদে তিনিই মানানসই।

গিলের অধিনায়কত্ব

গিলের অধিনায়কত্ব

মাত্র ২০ বছর বয়সে দেওধর ট্রফিতে ইন্ডিয়া সি দলের অধিনায়কত্ব করেন শুভমান গিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড সবচেয়ে কম বয়সে অধিনায়ক হিসেবে দেওধর ট্রফির ফাইনাল খেলার রেকর্ড গড়েন গিল। ফাইনাল হেরে গেলেও শুভমানের ক্রিকেট বোধ প্রশংসীত হয়।

গম্ভীরের মতে

গম্ভীরের মতে

গৌতম গম্ভীরের দাবি, গত দুই মরশুমে কেকেআর-র হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি দীনেশ কার্তিক। দেশের অভিজ্ঞ উইকেটরক্ষকের অধিনায়কত্বে কেকেআর ব্যর্থ বলেও দাবি গাউতির। শুভমান গিল সেই জয়ের খরা দূর করবেন বলেই বিশ্বাস গম্ভীরের।

English summary
Gautam Gambhir backs Shubhman Gill for KKR captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X