For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রান করা কেকেআর ব্যাটসম্যানদের তালিকা

আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রান করা কেকেআর ব্যাটসম্যানদের তালিকা

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার অন্যতম কারণ অবশ্যই বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের জার্সিতে এক ইনিংসে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকা দেখে নেওয়া যাক।

শ্যুটিং -এ অক্ষয়-রাধিকা

শ্যুটিং -এ অক্ষয়-রাধিকা

'প্যাডম্যান' ছবির একটি গানের দৃশ্যের শ্যুটিং এর সময় অক্ষয়কে দেখা গেল সাইকেলে চড়তে। শুধু তাই নয়, সাইকেলে রাধিকাকে বসিয়ে গানের দৃশ্যের শ্যুট করেন অক্ষয়।

ব্রেন্ডন ম্যাকুলাম

ব্রেন্ডন ম্যাকুলাম

প্রথম আইপিএলের প্রথম ম্যাচে টুর্নামেন্টের প্রথম শতরান হাঁকিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকুলাম। ২০০৮ সালের ১৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিউয়ি কিংবদন্তি। ১০টি চার ও ১৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল ম্যাকুলামের ইনিংস। তিনিই রয়েছেন তালিকার শীর্ষ স্থানে।

এক সামাজিক উদ্যোপতির গল্প

এক সামাজিক উদ্যোপতির গল্প

এই ছবি এক স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারকের জীবনী অবলম্বনে তৈরি। কোয়েম্বাটুরের সামাজিক উদ্যোগপতি অরুণাচলম মুরুগানন্থম যিনি ভারতে গ্রামীণ মহিলাদের জন্য প্রথম কম দামে স্যানিটারি ন্যাপকিনের প্রচলন শুরু করেন,তিনিই এই ছবির মূল চরিত্র।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআরের বর্তমান অধিনায়ক দীনেশ কার্তিক। টুর্নামেন্টের গত মরশুমে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডিকে। ৭টি চার ও ৯টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

'প্যাডম্যান' অক্ষয়

'প্যাডম্যান' অক্ষয়

ছবির মূল চরিত্র অরুণাচলম মুরুগানন্থমের ভূমিকায় অভিনয় করছেন বলিউড 'খিলাড়ি' অক্ষয় কুমার। ছবিতে যে ফের একবার অক্ষয় তাঁর ১০০ শতাংশ ঢেলে দেবেন , সে বিষয়ে সন্দেহ নেই।

মনীশ পান্ডে

মনীশ পান্ডে

তালিকার তৃতীয় স্থানে থাকা মনীশ পান্ডে কেকেআরের হয়ে ২০১৪ সালের আইপিএল ফাইনালে, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ বলে ৯৪ রানের জয়সূচক ইনিংস খেলেছিলেন। সাতটি চার ও ছটি ছক্কা দিয়ে সাজানো ছিল পান্ডের ইনিংস।

অক্ষয়ের স্ত্রীর চরিত্রে রাধিকা

অক্ষয়ের স্ত্রীর চরিত্রে রাধিকা

বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী রাধিকা আপ্তে এই ছবিতে 'প্যাডম্যান' অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে নিজের অভিনয় করতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন রাধিকা।

ক্রিস লিন

ক্রিস লিন

অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিন কেকেআরের জার্সিতে ২০১৭ সালের আইপিএলে ছটি চার ও ৮টি ছক্কা সহ ৪১ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। রাজকোটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলা লিনের ওই ইনিংস কেকেআরের জার্সিতে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

ছবির প্রযোজক টুইঙ্কিল

ছবির প্রযোজক টুইঙ্কিল

'প্যাডম্যান' ছবিটি প্রযোজনা করছেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কিল খান্না। তার প্রযোজনা সংস্থার নাম ' মিসেস. ফানিবোনস মুভিস'। ফলে অভিনেতা অক্ষয়ের সঙ্গে প্রযোজক টুইঙ্কিল জুটির এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহ তো থাকবেই !

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কেকেআর-কে দুটি আইপিএল খেতাব দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর। ২০১২ সালে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫১ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন। ৯টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল গৌতির ওই ইনিংস।

ছবিতে সোনাম কাপুর

ছবিতে সোনাম কাপুর

এই ছবিতে অক্ষয়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সোনম। কিছুদিন আগে এই ছবির পোস্টার ইনস্তাগ্রামে প্রকাশ করেন সোনাম। পাশাপাশি জানান, ছবিতে কাজ করতে পেরে তিনি খুশি।

করোনা আবহে কবে কলকাতা ফুটবল লিগ করতে চাইছে আইএফএকরোনা আবহে কবে কলকাতা ফুটবল লিগ করতে চাইছে আইএফএ

English summary
Highest individual run getters in one Indian Premier League innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X