For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০: ঝুঁকি নিচ্ছে না অজিরা, দীর্ঘদিন বাদে দলে ফিরলেন এই পুরনো অস্ত্রও

ভারতের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে আহত বিলি স্ট্যানলেকের জায়গায় এলেন মিচেল স্টার্ক।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে দীর্ঘদিন বাদে টি২০ ক্রিকেটের অস্ট্রেলিয়া দলে ফিরলেন মিচেল স্টার্ক। শুক্রবার এমসিজিতে ভারতীয় ইনিংসে এক ওভারও বল করতে না হলেও ওয়ার্ম আপের সময়ই চোট পান অস্ট্রেলিয় জোরে বোলার বিলি স্ট্যানলেক। তাঁর জায়গাতেই তৃতীয় টি২০ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে স্টার্ককে।

দুই বছর বাদে দলে ফিরলেন মিচেল স্টার্ক!

এমসিজিতে শেষ পর্যন্ত ম্যাচ হলে এক বোলার কম নিয়েই খেলতে হত অস্ট্রেলিয়াকে। শুক্রবার ওয়ার্মআপের সময়ই গোড়ালিতে চোট পেয়েছিলেন দলে থাকা স্ট্যানলেক। পরে অস্ট্রেলিয় বোর্ডের তরফে জানানো হয় সিডনিতে তৃতীয় টি২০-তেও তিনি খেলতে পরবেন না।

তবে স্টার্ককে হঠাত দলে নেওয়ায় ক্রিকেট মহলে বিস্মিত। দেশের মাটিতে তিনি অস্ট্রেলিয় জার্সিতে শেষ টি২০ খেলেছিলেন ২০১৪ সালে। আর শেষ টি২০আই খেলেন ২০১৬ সালে।

তাঁর অন্তর্ভুক্তি নিয়ে শনিবার অস্ট্রেলিয়া টি২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'সীমিত ওভারের ক্রিকেটে ওর বিপুল অভিজ্ঞতা রয়েছে। আমরা সকলেই জানি নিজের দিনে স্টার্ক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।'

তবে স্টার্কের প্রথম দলে থাকাটা এখনও নিশঅচিত নয়। ফিঞ্চ জানিয়েছেন উইকেট ভাল করে দেখে তারপর তাঁরা প্রথম দল ঠিক করতে বসবেন। তবে এতদিন অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেনীর ক্রিকেটে ম্যাচের মধ্যেই ছিলেন স্টার্ক, তাদের টেস্ট দলেরও তিনি গুরুত্বপূর্ণ অংশ। তাই তিনি মাঠে নেমে পড়ার মতো অবস্থাতেই আছেন বলে মনে করেন দলের অধিনায়ক।

English summary
Mitchell Starc has replaced injured Billy Stanlake in the Australian squad for 3rd T20I match against India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X