For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯: ছবি তোলা হয়নি, ড্রেসিংরুম ভাগাভাগি হবে! স্বপ্নে বিভোর বাংলার 'কুম্বলেস্কে' স্পিনার

আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রয়াস রায় বর্মনকে দলে নিয়েছে। তিনি এখন তাঁর আদর্শ বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির প্রস্তুতি নিচ্ছেন।
 

  • |
Google Oneindia Bengali News

আর পাঁচজন টিনএজ ক্রিকেটারের মতো তাঁরও স্বপ্ন ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ছবি তোলা। আজ সেই বিরাটের সঙ্গেই একসঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোর সুযোগ পাওয়াটা প্রয়াস রায় বর্মনের কাছে একেবারে পরাবাস্তবের মতো। মঙ্গলবার আইপিএল ২০১৯-এর নিলামে বাংলার এই প্রতিশ্রুতিমান স্পিনার অলরাউন্ডারকে ১.৫ কোটি টাকায় কিনেছে।

বিজয় হাজারে ট্রফিতে অভিষেক মরসুমেই তিনি বাংলার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। কিন্তু ২০ বেসপ্রাইস নিয়ে নাম নথিভুক্ত করা বছর ষোলর ক্রিকেটার, স্বপ্নেও কখনও ভাবেননি আইপিএল নিলামে তাঁর এতটা দর উঠতে পারে। সংবাদ সমস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টা এখনও তাঁর হজম হয়নি। বিভিন্ন দিক থেক তাঁর কাছে একের পর এক অভিনন্দনের ফোন এসেই চলেছে। আইপিএল নিলামে কামাল করার পর বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুললেন এই তরুণ ক্রিকেটার।

'বিরাট' ড্রেসিংরুমে

'বিরাট' ড্রেসিংরুমে

তিনি জানিয়েছেন ভারতের যে কোনও তরুণ ক্রিকেটারের মতোই বিরাট কোহলিই তাঁর রোল মডেল। দীর্ঘদিন ধরেই বিরাটের সঙ্গে ছবি তোলার ইচ্ছে তাঁর। কিন্তু এখনও অবধি সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আইপিএল একেবারে তাঁর রোল মডেলের সঙ্গে এক ড্রেসিংরুমে তাঁকে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। যা তাঁর কাছে অবিশ্বাস্য ঠেকছে।

শেখার বড় সুযোগ

শেখার বড় সুযোগ

তবে শুধু ছবি তোলাই নয়, আরসিবি-তে সুযোগ পাওয়া তাঁর মতো তরুণ ক্রিকেটারের কাছে শেখার অত্যন্তচ বড় সুযোগ বলে মনে করছেন প্রয়াস। কারণ, ষোল বছর বয়সে রোজ রোজ বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্সদের মতো ক্রিকেট বিশ্বের মহান তারকাদের সঙ্গে অনুশীলন করা, ম্যাচের জন্য তাঁদের প্রস্তুতি একেবারে কাছ থেকে দেখার সুযোগ তো সবার হয় না।

কুম্বলের মতো

কুম্বলের মতো

প্রয়াসের হাতে কিন্তু দারুণ স্পিন আছে তা নয়। তিনি একটু জোরের উপর বল ছাড়তে পছন্দ করেন, আর লাইন লেন্থ থাকে একেবারে নিখুঁত। তার উপর তিনি ৬ ফুট ১ ইঞ্চি লম্বা। সব মিলিয়ে অনেকেই তাঁর সঙ্গে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের মিল খুঁজে পান। তিনি জানিয়েছেন, বছর দুয়েক আগেও তিনি এতটা লম্বা ছিলেন না। কিন্তু মাথায় বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অনেকেই তাঁকে 'কুম্বলেস্কে' বা কুম্বলের ধরণের বোলার বলা শুরু করেন। তবে স্পিনার হিসেবে তাঁর আদর্শ কিন্তু শেন ওয়ার্ন।

বিজয় হাজারেতে প্রয়াস

বিজয় হাজারেতে প্রয়াস

বিজয় হাজারে ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি ২০ রান দিয়ে ৪ উইকেট দখল করেছিলেন। শেষ পর্যন্ত টুর্নামেন্টে ৯ ম্যাচে তিনি ১১ উইকেট নিয়েছেন। ইকোনমি রেটও বেশ ভাল, ৪.৪৫। তবে বাংলার হয়ে রঞ্জি অভিষেক এখনও ঘটেনি তাঁর। তবে বাংলার ড্রেসিংরুমে তিনি অধিনায়ক মনোজ তিওয়ারি ও কোচ সাইরাজ বাহুতুলের কাছ থেকে অনেক কিছু শিখেচেন বলে জানিয়েছেন প্রয়াস।

লক্ষ্য এখনও অনেক দূর

লক্ষ্য এখনও অনেক দূর

প্রয়াস তাঁর সাফল্যের সমস্ত কৃতিত্ব দিয়েছেন তাঁর বাবা জেনারেল ফিজিশিয়ান ডা. কৌশিক রায় বর্মনকে। জানিয়েছেন, তাঁর দিদি আইটি সেক্টরে কাজ করলেও তাঁকে পড়াশোনা করার জন্য কখনও চাপ দেওয়া হয়নি। আইপিএল-এ সুযোগ আসার পর প্রথম ফোনটা এসেছিল তাঁর দিক থেকেই। ছেলের এমন সাফল্যের দিনে বাবা কিন্তু মনে করিয়ে দিয়েছেন, অর্থ উপার্জনটা বড় কথা নয়, ভারতীয় দলের জার্সিতে খেলাটাই আসল লক্ষ্য। আর সেই লক্ষ্যের প্রথম ধাপ হিসেবে দিদির কর্মস্থল বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে যাচ্ছেন দুর্গাপুরের ছেলে প্রয়াস রায় বর্মন।

(৪ ও ৫ নং ছবি সৌ. - ফেসবুক)

English summary
Prayas Ray Barman was picked for the Royal Challengers Bangalore at the IPL auction. He is now gearing up to share the dressing room with icon Virat Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X