For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯: শেষ হল নিলাম! জেনে নিন প্রতিটি দলের চুড়ান্ত স্কোয়াড

আইপিএল ২০১৯ এর নিলাম শেষ হল। জেনে নিন সব প্রতিটি দলের সম্পূর্ণ স্কোয়াড।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার পিঙ্ক সিটি জয়পুরে বসেছিল আইপিএল ২০১৯-এর নিলাম। মোট ৩৫১ জন ক্রিকেটারকে তোলা হয়েছিল এই দিনের নিলামে। ৬ ঘন্টা ধরে চলা এই নিলামে, তার মধ্য থেকে মোট ৬০ জন ক্রিকেটারকে দলে নিল আটটি ফ্র্যাঞ্চাইজি। ম্য়াকালাম, খোয়াজা, মর্কেল, ডেল স্টেইন, চেতেশ্বর পুজারা, মনোজ তিওয়ারিরা শেষ পর্যন্ত অবিক্রিতই থেকে গেলেন।

এর আগে গত ১৬ নভেম্বর ছিল আইপিএল ২০১৯-এর ট্রেড উইন্ডোর শেষ দিন। অর্থাত দলগুলির কোনও খেলোয়াড়কে ধরে রাখার, ছেড়ে দেওয়ার, বিক্রী করে দেওয়ার বা কিনে নেওয়ার শেষ তারিখ। ছেড়ে দেওযা খেলোয়াড়দের মধ্যে ছিলেন যুবরাজ সিং (কিংস ইলেভেন), গৌতম গম্ভীর (ডেয়ারডেভিলস)-এর মতো বড় নাম।

গম্ভীর আগেই অবসর নেওয়ায় এদিনের নিলামে তাঁর নাম ওঠেনি। কিন্তু ১ কোটি বেস প্রাইস থাকা যুবরাজকে প্রথমে কেউই দলে নেয়নি। একেবারে দিনের শেষে বেস প্রাইস দিয়েই তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। এই ধরে রাখা খেলোয়াড় ও নিলামে কেনা খেলোাড়দের মিলিয়ে দলগুলির কী চেহারা দাঁড়াল, তা এখানে উপস্থিত করল বেঙ্গলি মাইখেল।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডে শাহরুখ খানের বিপরীতে 'ওম শান্তি ওম' সিনেমা দিয়ে অভিনয় করার আগে অত্যন্ত সফল কিংফিশার ক্যালেন্ডার গার্ল ছিলেন দীপিকা। এখন বলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

ধরে রাখা: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, মুরলি বিজয়, শেন ওয়াটসন, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্টনার, ডেভিড উইলি, ডোয়েইন ব্রাভো, কেদার যাদব, আম্বাতি রায়ুডু, স্যাম বিলিংস, হরভজন সিং, দীপক চাহার, কেএম আসিফ, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, করণ শর্মা, ধ্রুব শোরে, এন জগদীশন, শর্দুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণোই

ট্রেড উইন্ডো থেকে: কেউ না

নিলামে কেনা: মোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

'বুম' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা ক্যাটরিনা কাইফও কিংফিশার ক্যালেন্ডার গার্ল ছিলেন। পরে সলমনের চোখে পড়ায় কেরিয়ারই বদলে যায় ক্যাটরিনার।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

ধরে রাখা: শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থ, মনজোৎ কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, জয়ন্ত যাদব, রাহুল তেয়াটিয়া, হর্ষল প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, সন্দীপ লামিছানে, আবেশ খান

ট্রেড উইন্ডো থেকে: শিখর ধাওয়ান

নিলামে কেনা: বান্দারু আয়াপ্পা, জলজ সাক্সেনা, ইশান্ত শর্মা, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, অঙ্কুশ বেইনস, নাথু সিং, কলিন ইনগ্রাম, শারফানে রাদারফোর্ড, কিমো পল

ইয়ানা গুপ্তা

ইয়ানা গুপ্তা

'বাবুজী জারা ধীরে চলো' আইটেম সং দিয়ে বলিউডে হইচই ফেলে দেওয়া ইয়ানাও প্রথমে কিংফিশারের মডেল ছিলেন।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

ধরে রাখা: দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, শুভমান গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শিবম মাভি, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, কমলেশ নাগারকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ

ট্রেড উইন্ডো থেকে: কেউ না

নিলামে কেনা: কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, অ্যানরিখ নর্তজে, নিখিল নায়েক, হ্যারি গার্নে, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে

নার্গিস ফকরি

নার্গিস ফকরি

রকস্টার সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় জীবন শুরু করা নার্গিসও সফল কিংফিশার গার্ল ছিলেন।

কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাব

ধরে রাখা: ক্রিস গেইল, ডেভিড মিলার, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, আর অশ্বিন, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমান।

ট্রেড উইন্ডো থেকে: মনদিপ সিং

নিলামে কেনা: মুরুগান অশ্বিন, হরপ্রীত ব্রার, অগ্নিবেশ আয়াচি, প্রবিসম্রান সিং, দর্শন নালাকাঁড়ে, আরশদীপ সিং, হার্ডাস বিলজোয়েন, স্যাম কুর্রান, বরুণ চক্রবর্তী, সরফরাজ খান, মহম্মদ সামি, নিকোলাস পুরান, মোজেস হেনরিকে

এশা গুপ্তা

এশা গুপ্তা

বলিউডের ভাট ক্যাম্পের আশ্রয়ে থেকে কেরিয়ার শুরু করা এশা গুপ্তাও কিংফিশারের হয়ে মডেলিং করেছেন।

মুম্বই ইন্ডিয়ানস

মুম্বই ইন্ডিয়ানস

ধরে রাখা: রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রিত বুমরা, ক্রুণাল পাণ্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকাণ্ডে, রাহুল চাহার, অনুকুল রায়, সিদ্ধেশ লাদ, আদিত্য তারে, এভিন লুইস, কিয়েরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনডর্ফ।

ট্রেড উইন্ডো থেকে: কুইন্টন ডি কক

নিলামে কেনা: লাসিথ মালিঙ্গা, আনমোলপ্রিত সিং, বারিন্দার স্রান, পঙ্কজ জয়সওয়াল, রশিখ দার, যুবরাজ সিং

লিসা হেডেন

লিসা হেডেন

কুইন সিনেমায় অসাধারণ অভিনয় করা লিসার শুরুটাও হয়েছিল কিংফিশার ক্যালেন্ডার গার্ল হিসাবে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধরে রাখা: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থীব প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, মঈন আলি, কলিন ডে গ্র্যান্ডহোমি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, টিম সাউদি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলবন্ত খেজ্রোলিয়া, নাথান কোল্টার-নাইল

ট্রেড উইন্ডো থেকে: মার্কাস স্টইনিস

নিলামে কেনা: শিমরন হেতমিয়ার, গুরুকিরাত সিং, দেবদত্ত পড়িকল, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, হিম্মত সিং, মিলিন্দ কুমার, প্রয়াস রায় বর্মন, আকাশদীপ নাথ

মণিকঙ্গনা দত্ত

মণিকঙ্গনা দত্ত

অসমের মেয়ে মণিকঙ্গনা পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সিনেমা 'গুজারিশ'-এ ছোট্ট অথচ বলিষ্ঠ রোলে অভিনয় করার আগে কিংফিশার ক্যালেন্ডার গার্ল হিসাবে খ্যাত হন।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

ধরে রাখা হল: স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জস বাটলার, জোফরা আর্চার, ইশ সোধি, আজিঙ্কা রাহানে, কে গোথাম, সঞ্জু স্যামসন, শ্রেয়স গোপাল, আর্যমান বিড়লা, এস মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠী, ধবল কুলকার্নি, মহীপাল লোমর।

ট্রেড উইন্ডো থেকে: কেউ না

নিলামে কেনা: জয়দেব উনাদকাট, বরুণ অ্যারন, ওশানে থমাস, শশাঙ্ক সিং, লিয়াম লিভিংস্টোন, শুভম রঞ্জনে, মনন ভোরা, অ্যাশ্টন টার্নার, রিয়ান পরাগ

নাতালিয়া কউর

নাতালিয়া কউর

ব্রাজিলীয় মডেল নাতালিয়া ২০১২ সালে কিংফিশার মডেল হান্ট জিতেছিলেন। এখন তিনি বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় চুটিয়ে কাজ করছেন।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

ধরে রাখা হল: ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, সাকিব আল হাসান, বিলি স্ট্যানলাকে, কেন উইলিয়ামসন, মহম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, মনিষ পাণ্ডে, টি নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, বাসিল থাম্পি, দীপক হুডা।

ট্রেড উইন্ডো থেকে: বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম

নিলামে কেনা: ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্টো, মার্টিন গাপ্টিল

অ্যাঞ্জেলা জনসন

অ্যাঞ্জেলা জনসন

২০১১ সালে কিংফিশার ক্যালেন্ডার হান্ট প্রতিযোগিতার বিজয়ী অ্যাঞ্জেলা সলমন খানের সঙ্গে তিনটি সিনেমার জন্য সই করেছেন বলে খবর রয়েছে।

English summary
IPL 2019 auction has come to an end. Here are the complete squads of each team. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X