For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের জার্সিতে খেলে দারুণ সুনাম, কিন্তু এবছর আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে শিঁকে নাও ছিঁড়তে পারে!

দেশের জার্সিতে খেলে দারুণ সুনাম, কিন্তু আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে শিঁকে নাও ছিঁড়তে পারে!

  • |
Google Oneindia Bengali News

দেশের জার্সিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সুনাম অর্জন করেছেন, কিন্তু ২০২০ সালের আসন্ন আইপিএলে একটি ম্যাচেও খেলার সুযোগ না পেয়েই মরসুম শেষ করতে হবে পারে এই তিন ক্রিকেটারকে।

'কিলার মিলার'

'কিলার মিলার'

এবছর আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে শিঁকে নাও ছিঁড়তে পারার তালিকায় প্রথমে নাম থাকবে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের। প্রোটিয়া দলের সীমিত ওভারের তারকা ব্যাটসম্যান। সাদা বলের ক্রিকেটে মিলারের যথেষ্ট সুনাম রয়েছে। টাইম মেশিনে ২০১৩ সালে ফিরে গেলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৪১৮ রান হাঁকিয়েছিলেন। গড় ছিল ৫৯ এর কিছু বেশি।

এরপর ২০১৬ সালে অবশ্য সেই ফর্ম ধরে রাখতে পারেননি। ২০১৬ সালে ১৪ ম্য়াচে সংগ্রহ মাত্র ১৬১। ২০১৯ এর পর অবশ্য মিলারকে রিলিজ করে পাঞ্জাব।

নতুন নিলামে মিলারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হয়ে মিলার কতটুকু সুযোগ পাবেন সেই নিয়ে অনেক যদি, কিন্তু রয়েছে!

কেন সুযোগ নাও পেতে পারেন মিলার

কেন সুযোগ নাও পেতে পারেন মিলার

রাজস্থান দলে এই মুহূর্তে স্টিভ স্মিথ অধিনায়ক। দলে রয়েছেন বেন স্টোকস, জোস বাটলার। এই তিন ক্রিকেটার ফর্মে থাকলে বিদেশি কোটায় ধারাবাহিকভাবে খেলতে চলেছেন। চার নম্বরের জন্য রোটেশনে বিদেশি ক্রিকেটার বাছাই করা হলেও বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সুনাম পাওয়া 'কিলার মিলার'-এর সুযোগ পাওয়া কঠিন।

 ফ্যাবিয়েন অ্যালেন

ফ্যাবিয়েন অ্যালেন

ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারও ২০২০ আইপিএলে কতটা সুযোগ পাবেন সন্দেহ রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ এবছর তাঁকে দলে নিয়েছে। শাকিব আল হাসান আইসিসি'র নির্বাসনের মুখে পড়ায় তাঁর পরিবর্তে স্পিনার কোটায় অ্যালেনকে নেওয়া হলেও সানরাইজার্স দলে মহম্মদ নবি ও রাশিদ খান নিয়মিত দুই স্পিনার রয়েছেন।

সেই সঙ্গে এই দুই ক্রিকেটারের অলরাউন্ডার হিসেবেও দারুণ সুনাম রয়েছে। বিদেশি কোটায় পরে রইল বাকি দুই। সেখানে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন খেলবেন।

সেই সঙ্গে গত মরসুমের জনি বেয়ারস্টোকেও ভুললে চলবে না। ওয়ার্নারের সঙ্গে বেয়ারস্টো জুটিতে গত আইপিএলে সানরাইজার্সের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন।

মুরলী বিজয়

মুরলী বিজয়

চেন্নাইয়ের হয়ে মুরলী বিজয় দলে সুযোগ পাবেন নিশ্চিত করে বলা যাবে না। ২০১৮ ও ২০১৯ সালে মিলিয়ে মাত্র ৩ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে শেষ মরসুমের মতো এবারও চেন্নাইয়ে হয়ে ফ্যাফ ডুপ্লেসি ও শেন ওয়াটসন ওপেনিংয়ে খেলবেন বলেই ধরে নেওয়া যায়।

English summary
IPL 2020: Cricketers who may not get single match for franchise in upcoming IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X