For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে করোনা থাবা: ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠক, টুর্নামেন্টের ভবিষ্যত কী , জানালেন শাহরুখ

আইপিএলে করোনা থাবা: ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠক, টুর্নামেন্টের ভবিষ্যত কী , জানালেন শাহরুখ

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে করোনা থাবা। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। ফ্যানেদের স্বাস্থ্যের কথা গুরুত্ব দিতেই আপতত ১৬ এপ্রিলের আগে কোনও ম্যাচ নয়, জানিয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের আলোচনায় দেশবাসীর স্বাস্থ্য গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্রিকেটারদের স্বাস্থ্যেরও জোর দেওয়া হয়েছে।শনিবার আইপিএল স্থগিত করা নিয়ে এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক হল। বৈঠকে আইপিএলের ভবিষ্যত নিয়ে কী উঠে এল, সেই নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।

বৈঠকে কারা ছিলেন

বৈঠকে কারা ছিলেন

শনিবারের বৈঠকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়,সচিন জয় শাহ ও টুর্নামেন্টের মালিকপক্ষরা ছিলেন।

বৈঠক নিয়ে শাহরুখ যা বললেন

বৈঠক নিয়ে শাহরুখ যা বললেন

টুইটে শাহরুখ খান বুঝিয়ে দিয়েছেন, দর্শকদের স্বাস্থ্য সবার আগে বিবেচ্য বিষয়। স্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপোস করা হবে না। এই নিয়ে সব ফ্র্যাঞ্চাইজিই একমত। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার পক্ষে।

টুইটে যা লিখলেন শাহরুখ

টুইটে যা লিখলেন শাহরুখ

শাহরুখ স্পষ্ট করে দিয়েছেন, করোনা কীভাবে মোকাবিলা করা যায়, তার উপরই সবটা নির্ভর করছে। করোনা মোকাবিলার জন্য প্রত্যেককে স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। আর করোনা মোকাবিলায় সাফল্যে আসলে তখনই ক্রিকেট নিয়ে ভাবা যাবে। শেষ শাহরুখ জুড়েছেন, আশা করি আমরা করোনার মোকাবিলা করতে পারব, আর আইপিএলও খুব তাড়াতাড়ি শুরু হতে পারবে।'

টুর্নামেন্ট কবে শুরু হওয়ার কথা ছিল

টুর্নামেন্ট কবে শুরু হওয়ার কথা ছিল

উল্লেখ্য ২০২০-র আইপিএল ২৯ মার্চ থেকে হওয়ার কথা ছিল। করোনা আতঙ্কের কারণে টুর্নামেন্ট এখন পিছিয়ে ১৬ এপ্রিল থেকে শুরু হবে।

English summary
IPL 2020: WHY Shah Rukh Khan Hopes Coronavirus Subsides, Show will start, read in in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X