For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে লকডাউন, ১৪ এপ্রিলের পর আইপিএল নিয়ে বৈঠকে ফ্রাঞ্চাইজিগুলি

করোনার জেরে লকডাউন, ১৪ এপ্রিলের পর আইপিএল নিয়ে বৈঠকে ফ্রাঞ্চাইজিগুলি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে দেশ। কেন্দ্রীয় সরকারের লকডাউনে সাড়া দিয়ে গোটা ভারত ঘরবন্দি। ক্রিকেট থেকে অনেক দূরে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এই অবস্থায় আইপিএল আদৌ হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ ব্যাপারে কবে বৈঠকে বসছে ফ্রাঞ্চাইজিগুলি, জেনে নিন।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪৯ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্বরা। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরুর নির্ধারিত দিন ধার্য হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ওই সময়ের মধ্যেও আইপিএল শুরু করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ।

বিসিসিআই-র ভাবনা

বিসিসিআই-র ভাবনা

উদ্ভুত পরিস্থিতিতে তিন রকমের ভাবনা মাথায় ঘুরছে বিসিসিআই-র। করোনা ভাইরাসের প্রভাব না কমলে চলতি বছরের জুলাই-অগাস্টে হতে পারে আইপিএল। চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারণ ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১-এ অনুষ্ঠিত হতে পারে। সেই স্থানে আইপিএল আয়োজন করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে, তার পরিবর্তে আইপিএল হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

ফ্রাঞ্চাইজিগুলির সিদ্ধান্ত

ফ্রাঞ্চাইজিগুলির সিদ্ধান্ত

আইপিএল নিয়ে তাদের সিদ্ধান্ত নির্ধারণ করতে বৈঠকে বসতে পারে ফ্রাঞ্চাইজিগুলি। তবে ১৪ এপ্রিলের আগে কোনও মতেই সেই বৈঠক আয়োজন করা সম্ভব নয় বলেও জানানো হয়েছে। লকডাউন তুলে নেওয়া হলে কবে এই বৈঠক, তা পরে জানাবে ফ্রাঞ্চাইজিগুলি।

English summary
IPL franchises will meet after 14 April to decide tournament's fate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X