For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল বাতিল হলে পিছিয়ে পড়বেন যে যে ভারতীয় ক্রিকেটার, দেখে নিন তালিকা

আইপিএল বাতিল হলে পিছিয়ে পড়বেন যে যে ভারতীয় ক্রিকেটার, দেখে নিন তালিকা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে স্থগিত হয়েছে ২০২০-র আইপিএল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মারণ ভাইরাসের জেরে বিসিসিআই-কে সত্যিই আইপিএল নিয়ে চরম সিদ্ধান্ত নিতে হলে হতাশ হবেন কোন কোন ভারতীয় ক্রিকেটার।

এমএস ধোনি

এমএস ধোনি

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। তারপর থেকে প্রায় ১০ মাস মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট ব্যাট হাতে বাইশ গজে দেখা যায়নি। এই আইপিএলে ফের ক্রিকেটে কামব্যাক করার কথা ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়কের। চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। কিন্তু করোনার জেরে আইপিএল বন্ধের উপক্রম হওয়ায় কামব্যাকও আপাতত স্থগিত হতে পারে ৩৮ বছরের ক্রিকেটারের। তাতে হতাশ হতে পারেন ধোনি। হতাশ হতে পারেন তাঁর ফ্যানরা।

হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া

ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়ে সেই চোটের পরিস্থিতি আরও গম্ভীর হয়। লন্ডনে হার্দিকের পিঠে অস্ত্রোপচার হয়েছিল। ন্যাশনাল ক্রিকেট ট্রেনিং সেরে প্রায় পাঁচ মাস পর ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি লিগে নেমেই দুটি শতরান হাঁকিয়েছিলেন ভারতীয় অল রাউন্ডার। ভারতীয় দলে কামব্যাক ঘটলেও করোনা ভাইরাসের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ বাতিল হয়ে যায়। তাই আইপিএল-কেই ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন হার্দিক।

ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার

ইংল্যান্ড বিশ্বকাপে চোট পাওয়া ভুবনেশ্বর কুমারকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলে রাখা হয়ছিল। করোনার জেরে সেই সিরিজ ভন্ডুল হয়ে যাওয়ায় আইপিএল-কেই ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। টুর্নামেন্ট বন্ধ হয়ে গেলে হতাশ হবেন তিনি।

দীপক চাহার

দীপক চাহার

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজেও ভারতীয় দলে ছিলেন না চাহার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ভালো কিছু করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করতে চেয়েছিলেন দীপক। সে আশায় জল ঢেলে দিতে পারে করোনা।

সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন

দেশের মাটিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি তরুণ সঞ্জু স্যামসন। আইপিএলে ভালো পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হওয়ার সুযোগ ছিল কেরালার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কাছে। টুর্নামেন্ট বাতিল হলে হয়তো অপেক্ষাতেই থাকতে হবে সঞ্জুকে।

English summary
List of Indian cricketers those who will be jolted if IPL cancel amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X