For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : কোন ফ্রাঞ্চাইজির কোচ কে, তা এক নজরে দেখে নেওয়া যাক

আইপিএল ২০২০ : কোন ফ্রাঞ্চাইজির কোচ কে, তা এক নজরে দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের সাফল্যে ক্রিকেটারদের অবদান যতটা গুরুত্বপূর্ণ, ততটাই দামী ডাগ আউটে বসে থাকা কোচের ভূমিকা। কোচদের উর্বর ক্রিকেট মস্তিষ্ক ও সুচতুর পরিকল্পনাও কোনও ম্যাচের পাশা পাল্টে দিতে পারে। এবারের আইপিএলে বিভিন্ন দলে সেরকমই কিছু পোড় খাওয়া কোচেদের ভিড়। দেখে নেওয়া যাক সেই তালিকা।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

২০১৯ আইপিএলে হতশ্রী পারফরম্যান্স দেয় রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচের টুর্নামেন্ট টেবিলে সপ্তম হয় তারা। তাই ২০২০ মরশুমের জন্য আরআর-র কোচ পদে বদল ঘটানো হয়েছে। প্যাডি আপটনের পরিবর্তে অস্ট্রেলিয়ার প্রাক্তন অল-রাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে নির্বাচন করেছে তারকা শিল্পা শেঠির দল। দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলা ৩৮ বছরের ম্যাকডোনাল্ড, রাজস্থানের ভাগ্য ফেরাতে পারেন কিনা, তা তো সময় বলবে।

দিল্লি ক্যাপিটলস

দিল্লি ক্যাপিটলস

২০১৯ আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটলস। টুর্নামেন্টে ১৪-র মধ্যে ৯টি ম্যাচ জেতা দলের হেড কোচ তথা অস্ট্রেলিয়া লেজেন্ড রিকি পন্টিংকে ২০২০ সালেও দিল্লি ক্যাপিটলসের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

২০১৯-র আইপিএলে তালিকার পঞ্চম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরেই দলের হেড কোচের পদ থেকে দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিসকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে কেকেআর-র প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক তথা কিউয়ি লেজেন্ড ব্রেন্ডন ম্যাকুলামকে হেড কোচ বানিয়ে ফিরিয়ে এনেছে শাহরুখ খান শিবির। কেকেআর-র অধিনায়ক হিসেবে খুব একটা আহামরি রেকর্ড নেই ম্য়াকুলামের। কোচ হিসেবে তিনি কী কামাল দেখান, তা জানতে উদগ্রীব ক্রিকেট প্রেমীরা।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

২০১৯ সালে ইংল্যান্ডকে ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া ট্রেভর বেইলিসকে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ নির্বাচন করা হয়েছে। গত মরশুমে প্লে-অফ খেলা এই দলের গুরুত্বপূর্ণ পদে অস্ট্রেলিয় লেজেন্ড টম মুডির পরিবর্তে বেইলিসকে বসানো হয়েছে।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলেকে কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ তথা ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন নির্বাচন করা হয়েছে। ২০১৯-র মরশুমে আইপিএল তালিকার ষষ্ঠ স্থানে থেকে যাত্রা শেষ করেছিল প্রীতি জিন্টার দল। ভাগ্য পরিবর্তে মাইক হেসনের পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলেকে কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৯-রও ট্রফি জয়ী। দুর্দান্ত ছন্দে থাকা এমআই-র হেড কোচ পদে শ্রীলঙ্কার লেজেন্ড মাহেলা জয়াবর্ধনকে বহাল রাখা হয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত মরশুমে অষ্টম স্থানে প্রতিযোগিতা শেষ করে। দলের ভাগ্য পরিবর্তনে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা সাইমন কাটিচকে বিরাটদের হেড কোচ নির্বাচন করা হয়েছে। গত মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ ছিলেন।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০১৯ সালেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছয়। লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন এই দলের হেড কোচের দায়িত্ব দীর্ঘদিন ধরেই পালন করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

English summary
Look at a glance on the List of coaches in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X