For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু বিসিসিআই নয়, আইপিএল না হলে বিশ্বক্রিকেটও ক্ষতির মুখে! প্রভাব বিশ্বকাপে?

শুধু বিসিসিআই নয়, আইপিএল না হলে বিশ্বক্রিকেটও ক্ষতির মুখে! প্রভাব বিশ্বকাপে?

  • |
Google Oneindia Bengali News

আইপিএল না হলে, শুধু বিসিসিআই নয়, বিশ্বক্রিকেটও ক্ষতির মুখে পড়বে। এমনটাই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

শুধু বিসিসিআই নয়, আইপিএল না হলে বিশ্বক্রিকেটও ক্ষতির মুখে! প্রভাব বিশ্বকাপে?

ছয় মাস পরই অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসর। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেই আসরের আগে ভারতের টি-২০ আইপিএল লিগটি ক্রিকেটারদের কাছে নিজেদের পারফর্ম্যান্স বিচারের শ্রেষ্ঠ মঞ্চ ছিল মনে করছেন ভন।

সেই আইপিএল এখন করোনা থাবায় স্থগিত। ১৫ এপ্রিল থেকে বুধবার থেকে লিগ ৩ মে পর্যন্ত স্থগিত থাকছে। করোনা থেকে কবে মুক্তি পাওয়া যাবে, তার উপরই আইপিএল শুরু হওয়া নির্ভর করছে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১২ হাজারের কাছাকাছি। এই পরিস্থিতি করোনা উদ্বেগে আগামী ২ মাস আইপিএল হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে করোনার কারণে সেপ্টেম্বরের এশিয়া কাপের সূচি পিছিয়ে গেলে সেই ক্রিকেট উইন্ডোকে আইপিএল হতে পারে বলে মনে করা হচ্ছে। নইলে এবছর বিশ্বকাপ স্থগিত হলে সেই সময় আইপিএল হওয়ার বিকল্প ভাবনা রয়েছে।

শুধু বিসিসিআই নয়, আইপিএল না হলে বিশ্বক্রিকেটও ক্ষতির মুখে! প্রভাব বিশ্বকাপে?

তবে বিশ্বকাপের আগে যদি আইপিএল না হয়, সেক্ষেত্রে ক্রিকেটাররা জোর ধাক্কা খেতে চলেছেন বলে জানালেন ভন।

তাঁর মতে অক্টোবরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য আইপিএল ছাড়া আর বড় প্রস্তুতি মঞ্চ নেই। করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট এখন স্থগিত। ফলে বিশ্বকাপের আগে ক্রিকেটাররা কার্যত কোনও প্রস্তুতিই পাবেন না। সেকারণেই বিশ্বকাপের আগে আইপিএল হওয়াটা ক্রিকেটের স্বার্থে খুবই প্রয়োজন বললেন ভন। সেজন্যই আইপিএল নিয়ে আশাবাদী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

English summary
Michael Vaughan says IPL 2020 is very important to takes before cricket world cup 2020,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X