For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীসন্থকে খুনের চেষ্টা তিহার জেলে!

  • |
Google Oneindia Bengali News

কোচি, ২৭ ফেব্রুয়ারি : দীর্ঘদিন ভারতীয় দলে নেই তো কি! ফের একবার খবরের শিরোনামে বিতর্কিত ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ।

২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তিহার জেলে ছিলেন শ্রীসন্থ। সেখানেই নাকি এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে শ্রীসন্থের উপর হামলা চালায় বলে কেরলের এক সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন তাঁর শ্যালক মধু বালাকৃষ্ণাণ।

শ্রীসন্থকে খুনের চেষ্টা তিহার জেলে!


পেশায় গায়ক বালাকৃষ্ণাণের দাবি, "আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়ার পর শ্রীসন্থ যখন তিহার জেলে ছিলেন তখন এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে শ্রীশান্তের উপর হামলা চালায়। তবে শ্রীসন্থ কোনওভাবে ভাগ্যক্রমে বেঁচে যান।" এই ঘটনার পর শ্রীসন্থকে অন্য সেলে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেও।

"আইপিএল কেলেঙ্কারির সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা সেই সম্পর্কেও আমাদের কোনও ধারণা নেই", জল্পনা উসকে জানিয়েছেন বালাকৃষ্ণাণ।

২০১৩ সালে ইন্ডিয়ার সুপার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় স্পট ফিক্সিং-এর অভিযোগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। তারপর বিসিসিআই তাঁকে ক্রিকেট থেকে নির্বাসিত করে। তাঁকে গ্রেফতার করা হয় ও পরে তিনি জামিনে মুক্তি পান। যদিও এখনও মামলাটি চলছে।

English summary
Murder attempt on banned pacemen S Sreesanth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X