For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : দিল্লি ডেয়ারডেভিলস বনাম গুজরাত লায়ন্স

হারের ধারাবাহিকতা ভেঙে ফের একবার টুর্নামেন্টে ফের একবার নতুন করে লড়াইয়ের মানসিকতা ফিরে পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আজ, বৃহস্পতিবার গুজরাত লায়ন্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ মে : হারের ধারাবাহিকতা ভেঙে ফের একবার টুর্নামেন্টে ফের একবার নতুন করে লড়াইয়ের মানসিকতা ফিরে পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আজ, বৃহস্পতিবার গুজরাত লায়ন্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি। গুজরাতের বিরুদ্ধে এদিনের ম্যাচ জিতে আইপিএল ১০-এর প্লে অফে পৌঁছনোর ক্ষীণ আশাটুকু জিইয়ে রাখতে চাইছে দিল্লি।

এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মোটেই ভাল জায়গায় নেই দিল্লি। তবে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে দিল্লি। গুজরাতেরও দখলে ৬ পয়েন্ট রয়েছে, তবে ১০টি ম্যাচ খেলে এই পয়েন্ট পাওয়ায় স্বাভাবিকভাবেই ৭ নম্বরে রয়েছে গুজরাত।

(প্রিভিউ) আইপিএল ২০১৭ : দিল্লি ডেয়ারডেভিলস বনাম গুজরাত লায়ন্স

হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় শুধু যে দিল্লিকে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠিয়ে এনেছে তাই নয়, বরং প্লে অফে যাওয়ার একটা ক্ষীণ আশাও জিইয়ে রেখেছ। তবে তার জন্য একটাও ম্যাচ হারা যাবে না দিল্লির।

দিল্লির বোলিং শক্তি নজর কাড়লেও প্রথম থেকেই দিল্লির দুর্বল ব্যাটিং লাইনআপ সমালোচনা কুড়িয়েছে। অথচ এই ব্যাটিংয়ের জেরেই শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে দিল্লি। সবচেয়ে বড় স্বস্তির কারণ, করুণ নায়ার, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কোরি অ্যান্ডারসন, ক্রিস মরিস প্রত্যেকেই ব্যাটিংয়ে কম বেশি অবদান রেখেছিলেন।

তবে এখন দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তা তাঁর বোলিংই। দিল্লি অধিনায়ক তথা দলের এক নম্বর বোলার জাহির খানের চোটের কারণ অনুপস্থিতি দিল্লির পেস শক্তিকে দুর্বল করছে।

অন্যদিকে গুজরাত লায়ন্সের অবস্থাও টুর্নামেন্টে টলমল। গত বছরে অবশ্যে প্রশংসনীয় প্রদর্শন ছিল গুজরাতের। ৩ নম্বরে শেষ করেছিল তারা। একমাত্র চমৎকারই এই দলকে এবছর প্লে অফে পাঠাতে পারে।

গুজরাতের হয়ে ব্র্যান্ডেন ম্যাককালাম, ইশান কিশন, অ্যারন ফিঞ্চ, অধিনায়ক সুরেশ রায়না, ডোয়েন স্মিথ এবং দীনেশ কার্তিক-সহ ভারি ব্যাটিং লাইনআপ থাকলেও তাদের অনভিজ্ঞ বোলিং স্কোয়াডের জেরে চলতি আইপিএলে সমস্যায় পড়তে হচ্ছে গুজরাতকে। শার্দুল ঠাকুর, জেমস ফকনার, বেসিল থাম্পি এবং রবীন্দ্র জাদেজা দলের প্রত্যাশা পূরণে বারবার বিফল হচ্ছে।

এখন যদিও হারানোর কিছু নেই, তাই দিল্লিকে আটকাতে শেষ চেষ্টা চালাবে গুজরাত।

দিল্লি ডেয়ারডেভিলস

জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুণ নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস

গুজরাত লায়ন্স

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার

English summary
Preview: IPL 2017: Match 42: Delhi Vs Gujarat on May 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X