For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিলামের আগে আইপিএল সংক্রান্ত কিছু তথ্য দেখে নেওয়া যাক

আর একদিন পরেই কলকাতায় অনুষ্ঠিত হবে ২০২০ আইপিএলের নিলাম। সেই ইভেন্টকে ঘিরে শহরে সাজোসাজো রব। নিলাম উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন ফ্রাঞ্চাইজির মালিক ও কর্তারা

  • |
Google Oneindia Bengali News

আর একদিন পরেই কলকাতায় অনুষ্ঠিত হবে ২০২০ আইপিএলের নিলাম। সেই ইভেন্টকে ঘিরে শহরে সাজোসাজো রব। নিলাম উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন ফ্রাঞ্চাইজির মালিক ও কর্তারা। তার আগে একনজরে দেখে নেওয়া যাক এই ইভেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

 কবে, কখন ও কোথায় নিলাম

কবে, কখন ও কোথায় নিলাম

১৯ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে থেকে কলকাতায় শুরু হবে নিলাম। শহরের কোনও পাঁচতারা হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হবে।

 নিলামের সম্প্রচার

নিলামের সম্প্রচার

২০২০ আইপিএল নিলামকে ঘিরে বিশ্বজুড়ে উৎসাহ ও আগ্রহ তুঙ্গে। স্টার স্পোর্টসের বিভিন্ন ভাষার চ্যানেলে এই ইভেন্ট সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

কলকাতায় প্রথমবার

কলকাতায় প্রথমবার

২০২০ আইপিএল টুর্নামেন্টের তেরোতম সংস্করণ হতে চলেছে। এত বছরে এই প্রথমবার কলকাতায় টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য এবারই বিসিসিআই-র সভাপতি পদে বসেছেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা 'প্রিন্স অফ কলকাতা' সৌরভ গঙ্গোপাধ্যায়।

কতগুলি স্থান এবং কজন প্রতিযোগী

কতগুলি স্থান এবং কজন প্রতিযোগী

আইপিএল অংশ নেওয়া আটটি দলে অবশিষ্ট মোট ৭৩টি শূণ্যস্থান পূরণ হওয়া বাকি। এই নিলামের জন্য ৩৩২জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

 নিলামের সঞ্চালক

নিলামের সঞ্চালক

আইপিএল নিলামের সঞ্চালক রিচার্ড ম্য়াডল এবার আর দায়িত্ব পাচ্ছেন না। পরিবর্তে এবার আইপিএল নিলামের সঞ্চালক হচ্ছেন হুগহ এডমায়েডেস।

ফ্রাঞ্চাইজিদের অবশিষ্ট তহবিল

ফ্রাঞ্চাইজিদের অবশিষ্ট তহবিল

কিংস ইলেভেন পাঞ্জাব : ৪২.৭০ কোটি টাকা (অবশিষ্ট স্থান ৪ বিদেশি সহ ৯)

কলকাতা নাইট রাইডার্স : ৩৫.৬৫ কোটি টাকা (অবশিষ্ট স্থান চার বিদেশি সহ ১১)

রাজস্থান রয়্যালস : ২৮.৯০ কোটি টাকা (অবশিষ্ট স্থান চার বিদেশি সহ ১১)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ২৭.৯০ কোটি টাকা (অবশিষ্ট স্থান ৬ বিদেশি সহ ১২)

দিল্লি ক্যাপিটালস : ২৭.৮৫ কোটি টাকা (অবশিষ্ট স্থান ৫ বিদেশি সহ ১১)

সানরাইজার্স হায়দরাবাদ : ১৭ কোটি টাকা (অবশিষ্ট স্থান ২ বিদেশি সহ ৭)

চেন্নাই সুপার কিংস : ১৪.৬০ কোটি টাকা (অবশিষ্ট স্থান ২ বিদেশি সহ ৫)

মুম্বই ইন্ডিয়ান্স : ১৩.০৫ কোটি টাকা (অবশিষ্ট স্থান ২ বিদেশি সহ ৭)

English summary
Some information about IPL before auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X