For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিরশাহীতে আইপিএল, করোনার আবহে কোন কোন গুরু সিদ্ধান্ত বিসিসিআইয়ের

আমিরশাহীতে আইপিএল, করোনার আবহে কোন কোন গুরু সিদ্ধান্ত বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রবিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ইভেন্ট নিয়ে কিছু বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক।

আইপিএলের সূচি

আইপিএলের সূচি

রবিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ৫৩ দিনের টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পাদর চড়ছে।

ইভেন্ট সংক্রান্ত তথ্য

ইভেন্ট সংক্রান্ত তথ্য

অন্যান্য বারের মতো এবারও আইপিএলে ৬০টি ম্যাচ খেলা হবে। মোট ৫৩ দিন ধরে চলবে টুর্নামেন্ট। সন্ধ্যের ম্যাচগুলি শুরু হবে সাড়ে সাতটা থেকে। দুপুরের ম্যাচগুলি সাড়ে তিনটে থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আইপিএলে ডবল হেডার ম্যাচের সংখ্যা ৯।

প্রথা ভাঙল আইপিএল

প্রথা ভাঙল আইপিএল

গত ১২ বছরের প্রথা ভেঙে এবার প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে শুরু হবে আইপিএল। এবারই প্রথম রবিবার হচ্ছে না টুর্নামেন্টের ফাইনাল। ১০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার হবে ম্যাচ।

কবে আমিরশাহীতে দলগুলি

কবে আমিরশাহীতে দলগুলি

করোনা ভাইরাসের আবহে আইপিএলের জন্য প্রস্তুত হতে বিসিসিআইয়ের কাছে কিছুটা সময় চেয়েছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। সে কথা মাথায় রেখে নতুন নির্দেশিকা জারি করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বলা হয়েছে, ২৬ অগাস্টের পর আরবে পৌঁছতে হবে দলগুলিকে। তার আগে কখনওই নয়।

কোন কোন মাঠে আইপিএল

কোন কোন মাঠে আইপিএল

আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর তিনটি মাঠকে নির্বাচন করা হয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবি এবং শারজাহ-তে টুর্নামেন্টের ম্যাচগুলি হবে বলে জানানো হয়েছে।

করোনা পরিবর্ত

করোনা পরিবর্ত

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়ে কোনও ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হলে, তাঁর পরিবর্তকে মাঠে নামানো হবে। কনকাশান সাবস্টিটিউটের মতোই হবে এই নিয়মের কার্যকারিতা।

দর্শক থাকবেন কি?

দর্শক থাকবেন কি?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের শুরুর ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলেই জানানো হয়েছে। পরিস্থিতি বুঝে টুর্নামেন্টের মাঝপথে স্টেডিয়ামে কিছু দর্শকের প্রবেশ বৈধ করা হবে বলে জানানো হয়েছে।

ক্রিকেটারদের সফর

ক্রিকেটারদের সফর

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে সব দলের ক্রিকেটারদেরই (দেশি ও বিদেশি) ব্যক্তিগত চাটার্ড বিমানে দুবাই পৌঁছতে হবে।

কত জনের দল

কত জনের দল

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, চলতি বছরের আইপিএলে কোনও দলে সর্বাধিক ২৪ জন ক্রিকেটার থাকবেন। প্রতি দলকে নির্ধারিত বায়ো সিকিওর বাবলের মধ্যে থাকতে বলা হয়েছে।

এসওপি তৈরি

এসওপি তৈরি

করোনা ভাইরাসের আবহে আইপিএল পরিচালনার ক্ষেত্রে ২৪০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি তৈরি করেছে বিসিসিআই। সরকারি নির্দশিকা মেনে, বিশেষজ্ঞদের কথা বলে ক্রিকেটারদের জন্য সুরক্ষা কবচ তৈরি করা হবে বলে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

আইপিএল স্পনসর

আইপিএল স্পনসর

সীমান্ত বিতর্কের মধ্যেই চিনা স্পনসরার ভিভোর সঙ্গে চুক্তি বজায় রাখছে বিসিসিআই। এ ব্যাপারে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে সৌরভ-জয় শিবির।

English summary
Ten points related to IPL 2020 which will start from 19 September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X