For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশ আগে', রবীন্দ্র জাদেজার কোন ব্য়াপারে এমন মন্তব্য বিসিসিআই সভাপতির?

'দেশ আগে', রবীন্দ্র জাদেজার কোন ব্য়াপারে এমন মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের?

  • |
Google Oneindia Bengali News

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবেদন ফেরাল বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন দেশের স্বার্থের সঙ্গে তিনি কোনভাবেই সমঝোতা করতে রাজি নন। যা শুনে মহারাজের ওপর বেশ চটেছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ। আর যত কাণ্ড ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার রঞ্জি ট্রফির ফাইনাল খেলা নিয়ে।

রঞ্জি ট্রফির ফাইনাল

রঞ্জি ট্রফির ফাইনাল

আগামী ৯ মার্চ অর্থাৎ সোমবার শুরু রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল। হোম টিমের মুখোমুখি হচ্ছে বাংলা। ১৩ বছর পর টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর মনোজ তিওয়ারিরা। অন্যদিকে গত আট বছরে চতুর্থ বার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠা সৌরাষ্ট্র এবার আর কাপ হাতছাড়া করতে চায় না।

বাংলায় ঋদ্ধি, সৌরাষ্ট্রে পূজারা

বাংলায় ঋদ্ধি, সৌরাষ্ট্রে পূজারা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের টেস্ট সিরিজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য রঞ্জি ট্রফির ফাইনালে নিজ নিজ রাজ্যের হয়ে খেলবেন বলেই খবর। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে বাংলা দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। সৌরাষ্ট্র দলে রয়েছেন তারকা চেতেশ্বর পূজারা। দুই ক্রিকেটারের লড়াই দেখতে মুখিয়ে দেশের ক্রিকেট মহল।

জাদেজার জন্য আবেদন

জাদেজার জন্য আবেদন

ঋদ্ধিমান সাহা ও চেতেশ্বর পূজারা রঞ্জি ট্রফির ফাইনাল খেলবেন, কারণ তাঁরা সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করেন না। কিন্তু সৌরাষ্ট্রেরই অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও বাংলার পেসার মহম্মদ শামি, টেস্টের পাশাপাশি ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতেও টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁরা ভারতীয় দলে খেলবেন বলেই আশা করা যায়। তা সত্ত্বেও জাদেজাকে রঞ্জি ট্রফির ফাইনাল খেলাতে বিসিসিআই-র কাছে আবেদন করেছিল সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এসসিএ। এমনকী শামিও এই ম্যাচে খেলক, চেয়েছিলেন এসসিএ সভাপতি জয়দেব শাহ। তাঁর কথায়, এতে দুই দলের লড়াই আরও হাড্ডাহাড্ডি হত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে

আগামী ১২ মার্চ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। উত্তরপ্রদেশের একানা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ তারিখ। ১৮ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা। অর্থাৎ রঞ্জি ট্রফির ফাইনালের মধ্যেই শুরু হচ্ছে এই ওয়ান ডে সিরিজ।

দেশ আগে

দেশ আগে

রঞ্জি ট্রফির ফাইনালের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ। সে কথা মাথায় রেখে রবীন্দ্র জাদেজাকে রঞ্জি ট্রফির ফাইনাল খেলার অনুমতি দেননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, দেশ আগে। জাদেজার ভারতীয় দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে খেলা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্ষুব্ধ শাহ

ক্ষুব্ধ শাহ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনড় মনোভাবে ক্ষুব্ধ হয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ। তাঁর প্রশ্ন, রঞ্জি ট্রফির ফাইনালের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ রাখার কোনও দরকার ছিল কি? একই ঘটনা যদি আইপিএলের ক্ষেত্রে হত, তখন কী পদক্ষেপ করত বিসিসিআই, সে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন এসসিএ সভাপতি।

English summary
Sourav Ganguly is not ready to allow Ravindra Jadega to play Ranji Trophy final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X