For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দন্তকান্তি ফ্যান বক্স,চার-ছক্কায় প্রাণায়াম! পতঞ্জলি স্পনসর হলে কেমন হবে আইপিএল,নেটিজেনদের টিপ্পনি

দন্তকান্তি ফ্যান বক্স,চার-ছক্কায় প্রাণায়াম! পতঞ্জলি স্পনসর হলে কেমন হবে আইপিএল,নেটিজেনদের টিপ্পনি

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি তৈরি করতে টাইটেল স্পনসর হতে আগ্রহী পতঞ্জলি। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষের পর দেশ জুড়ে চিনা পণ্য বর্জনের ডাক ওঠে। এরপরই আইপিএলে ভিভো যোগ থাকা নিয়ে চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত ২০২০ মরসুমের জন্য আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো। ফলে তড়িঘড়ি নতুন স্পনসর খুঁজছে বিসিসিআই। চলতি সপ্তাহেই দরপত্র ছাড়বে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর একাধিক নামি সংস্থা করোনা পরিস্থিতিতে তৈরি আর্থিক সংকটের মাঝেও আইপিএলে টাইটেল স্পনসর হতে আগ্রহ দেখাচ্ছে। এর মাঝেই পতঞ্জলি সংস্থা জানিয়েছে তারা এবছর আইপিএলের মূল স্পনসর হতে আগ্রহী। সেই নিয়ে আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় জুড়ে জল্পনা।

নেটদুনিয়ায় প্রতিক্রিয়া

নেটদুনিয়ায় প্রতিক্রিয়া

আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে পতঞ্জলি সংস্থার ঢুকে পড়ার খবর জেনে নেটনাগরিকার ইতিমধ্যে মজার টিপ্পনি জুড়েছেন। পতঞ্জলির বিভিন্ন পণ্যের সঙ্গে আইপিএলের বিভিন্ন পুরস্কারের নাম জুড়ে নেটিজেনরা মজা করতে ছাড়েননি। টুইটে কেউ লিখেছেন 'ম্যাচের সেরা হলে ধোনির হাতে এবার দন্তকান্তি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড উঠতে চলেছে।' কেউ লিখেছেন, এবার আইপিএলে নতুন ফ্যান বক্সের নাম দন্তকান্তি ফ্যানবক্স হতে চলেছে। ম্যাচের সবচেয়ে লম্বা ছক্কাটি পতঞ্জলি চবনপ্রাস ছক্কা নামে ডাকা হবে!

চিয়ার লিডারদের ভূমিকা কী হতে পারে

চিয়ার লিডারদের ভূমিকা কী হতে পারে

পতঞ্জলি আইপিএল স্পনসর হলে, চিয়ার লিডারদের ভূমিকা কী হতে পারে সেই নিয়েও নেটনাগরিকরা মজার প্রতিক্রিয়া দিয়েছেন। এক ক্রিকেট ফ্যানে লিখেছেন 'চার হলে এবার থেকে চিয়ার লিডারদের প্রাণায়াম, ছয় হলে সূর্য নমস্কার, উইকেটের পতন হলে কপালভাতি করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।'

আইপিএলে স্পনসর হতে চাওয়া নিয়ে পতঞ্জলি যা জানিয়েছে

আইপিএলে স্পনসর হতে চাওয়া নিয়ে পতঞ্জলি যা জানিয়েছে

আইপিএলের স্পনসর হতে চাওয়া নিয়ে পতঞ্জলি সংস্থার পক্ষ থেকে মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানিয়েছেন, 'এবছর সংস্থা আইপিএলের সঙ্গে জুড়তে আগ্রহ দেখিয়েছে। চিনা সংস্থা ভিভো সরে যাওয়ার পর পঞ্জতলি আইপিএলের টাইটেল স্পনসর হতে চায়। এতে পতঞ্জলি ব্র্যান্ডটি বিশ্বজুড়ে পরিচিতি পাবে।'

টাইটেল স্পনসর হিসেবে কোন কোন কোম্পানির নাম ঘোরাফেরা করছে

টাইটেল স্পনসর হিসেবে কোন কোন কোম্পানির নাম ঘোরাফেরা করছে

পতঞ্জলি ছাড়া, আমিরশাহী আইপিএলের টাইটেল স্পনসরের লড়াইয়ে বাইজুং, কোকা কোলা, অ্যামাজন, পেটিএমের মতো একাধিক সংস্থার নাম ঘোরাফেরা করছে। আইপিএল নিয়ে গুঞ্জন রিলায়েন্স জিও সংস্থাও টাইটেল স্পনসর হতে আগ্রহ দেখিয়েছে।

আইপিএল ২০২০ : কার্তিক নেতৃত্বাধীন কেকেআরের সম্পূর্ণ দল কেমন হল, দেখে নেওয়া যাকআইপিএল ২০২০ : কার্তিক নেতৃত্বাধীন কেকেআরের সম্পূর্ণ দল কেমন হল, দেখে নেওয়া যাক

English summary
Twitter names Dant Kanti fan box to Chyavanprash chhakka as Patanjali joins IPL title sponsorship race
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X