For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকে ঠিক কতটা মিস করেন চাহাল, প্রমাণ দিল ভাইরাল হওয়া ছবি ও এক নাম

ধোনিকে ঠিক কতটা মিস করেন চাহাল, প্রমাণ দিল ভাইরাল হওয়া ছবি

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে ঠিক কতটা মিস করেন টিম ইন্ডিয়ার স্পিনার যুজবেন্দ্র চাহাল, তার প্রমাণ দিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি। উইকেটের পিছন থেকে পাওয়া এমএসের পরামর্শ তাঁর জীবনের অন্যতম সেরা সম্পদ বলে জানালেন চাহাল।

এমএসের শেষ ম্যাচ

এমএসের শেষ ম্যাচ

গত জুলাই-তে হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে ৯ মাস দেশের সর্বকালের সেরা অধিনায়ককে আর ক্রিকেটে দেখা যায়নি। ভারতীয় দলের জার্সিতে ধোনিকে আর বাইশ গজে নামতে দেখা যাবে না বলে মনে করে ক্রিকেট মহলের একটা অংশ।

ধোনির প্রত্যাবর্তন

ধোনির প্রত্যাবর্তন

চলতি বছরের আইপিএলে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটার কথা ছিল এমএস ধোনির। কিন্তু করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, ধোনির কামব্যাক নিয়ে দ্বিধাবিভক্ত দেশের ক্রিকেট মহল। অন্যভাবে দেখলে ধোনির আইপিএল পারফরম্যান্সের ওপরই তাঁর জাতীয় দলের প্রত্যাবর্তন নির্ভর করছে।

চাহালের টুইট

এমএস ধোনি ক্রিকেট থেকে দূরে থাকলেও তাঁর অভাব যে ভারতীয় ক্রিকেট অনুভব করছে, তা স্পিনার যুজবেন্দ্র চাহালের এক টুইট থেকে স্পষ্ট বোঝা যায়। নিজের ও ধোনির এক ছবি পোস্ট করেছেন চাহল। লিখেছেন, উইকেটের পিছন থেকে আসা মাহির পরামর্শ তিনি মিস করছেন।

২০১৯-র বিশ্বকাপ

২০১৯-র বিশ্বকাপ

উল্লেখ্য ২০১৯-র বিশ্বকাপেই শেষবার এমএস ধোনিকে জাতীয় দলে পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ওই টুর্নামেন্টেও ধোনিকে উইকেটের পিছন থেকে বারবার এগিয়ে এসে চাহলকে পরামর্শ দিতে দেখা গিয়েছে। সেই ধোনির 'টিল্লি' ডাক (চাহালের ডাক নাম) ভোলেননি ভারতীয় স্পিনার।

English summary
Yuzvendra Chahal shares his old picture with Mahendra Singh Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X